ওসমান হোসাইন, কর্ণফুলী:
চট্টগ্রামের কর্ণফুলী থানা (সিএমপি) পুলিশের বিশেষ অভিযানে বড়উঠান ইউনিয়নের যুবলীগ কর্মী মোহাম্মদ রাকিব (২৪) কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ রাকিব কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দক্ষিণ শাহমীরপুর, জাগির পাড়া, ছনা বড় বাড়ির বাসিন্দা এবং মৃত মোহাম্মদ ইদ্রিসের পুত্র। তার মায়ের নাম জুলেখা আকতার।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত মোহাম্মদ রাকিবের বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও থানায় একটি মামলা রয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।
No comments:
Post a Comment