একুশে মিডিয়া, প্রতিবেদন:
চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা নাগরিক অধিকার নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে যারা নির্ধারিত সময়ের মধ্যে ভোটার হতে পারেননি, তারা চাইলে অনলাইনে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ স্পষ্ট করে বলেন, "অনলাইনে আবেদন করার পর যদি কাগজপত্র সঠিক থাকে, তাহলে তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম হয়েছে কিংবা যারা পূর্ববর্তী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছিলেন, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।"
তবে নগরের বায়েজিদ, অক্সিজেন, বাকলিয়া, নন্দনকানন, হালিশহর, পাহাড়তলী এলাকার অনেক বাসিন্দা গুরুতর অভিযোগ তুলেছেন যে, তথ্য সংগ্রহকারীরা তাদের এলাকায় যাননি। এ বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, চট্টগ্রামে ২,৯১২ জন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করেছেন এবং তাদের কার্যক্রম তত্ত্বাবধান ও যাচাই করেন ৬৩০ জন সুপারভাইজার।
ভোটার তালিকা হালনাগাদের পরিসংখ্যান:
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত হালনাগাদ কার্যক্রমে ২ লাখ ৫৬ হাজার ৯৩৫ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। নগরের ৪১ ওয়ার্ডে ৩৩ হাজার ৫৭৫ জন এবং জেলার ১৫ উপজেলায় ২ লাখ ২৩ হাজার ৩৬০ জন নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন।
ভোটারদের ছবি তোলা, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাই প্রক্রিয়া ১১ এপ্রিল পর্যন্ত চলবে। পাশাপাশি, তথ্য যাচাই করে ৬০ হাজার ৪৮৫ জন মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকার ভোটার সংখ্যা:
নগরের পাঁচলাইশে নতুন ভোটার হিসেবে আবেদন করেছেন ৫ হাজার ১২৭ জন, চান্দগাঁওয়ে ৬ হাজার ৪২৬ জন, কোতোয়ালীতে ৩ হাজার ৬৭৩ জন, ডবলমুরিংয়ে ৮ হাজার ৮৪৭ জন, পাহাড়তলীতে ৫ হাজার ১৫৭ জন এবং বন্দর এলাকায় ৪ হাজার ৩৪৫ জন।
উপজেলাগুলোর মধ্যে সর্বাধিক ২২ হাজার ৯৬৬ জন নতুন ভোটার হয়েছেন বাঁশখালী উপজেলায়। লোহাগাড়ায় ২১ হাজার ২৩৯ জন, আনোয়ারায় ২০ হাজার ২০৬ জন, হাটহাজারীতে ১৯ হাজার ৩৬২ জন, বোয়ালখালীতে ১৮ হাজার ৫২৪ জন, সীতাকুণ্ডে ১৮ হাজার ১৩ জন, পটিয়ায় ১৫ হাজার ৮০ জন, রাঙ্গুনিয়ায় ১৪ হাজার ৭৭৯ জন, সাতকানিয়ায় ১৪ হাজার ৯৮৫ জন, মীরসরাইয়ে ১২ হাজার ৭৮১ জন, সন্দ্বীপে ১০ হাজার ৮০৩ জন, ফটিকছড়িতে ১০ হাজার ৪৫২ জন, রাউজানে ৯ হাজার ৯২১ জন, চন্দনাইশে ৯ হাজার ৮৩২ জন এবং কর্ণফুলীতে ৪ হাজার ৪১৭ জন নতুন ভোটার হিসেবে আবেদন করেছেন।
নির্বাচন কমিশনের হালনাগাদ খসড়া ভোটার তালিকা অনুযায়ী, চট্টগ্রামে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৪৮ হাজার ৯৭১ জন। এর মধ্যে সর্বাধিক ভোটার রয়েছে ফটিকছড়ি উপজেলায়, যেখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ৬৫৫ জন।
No comments:
Post a Comment