একুশে মিডিয়া, প্রতিবেদন:
বাঁশখালী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক আন্দোলনের পথিকৃৎ মরহুম মো. আব্দুল কাদের চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। জাতীয়তাবাদী মুক্তবুদ্ধি রাজনীতি চর্চার গবেষণামূলক সংগঠন "জাতীয়তাবাদী নাগরিক ফোরাম ও শহীদ জিয়া অধ্যয়ন কেন্দ্র, চট্টগ্রাম"-এর সহযোগিতায় এবং মরহুম কাদের চৌধুরী কর্তৃক ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত সাধনপুর শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভা শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাঁশখালীর সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের পুরাতন মাঠে (পশ্চিম সাধনপুর ঈদগাহ ময়দান) মরহুম কাদের চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন: বাঁশখালী উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
প্রধান অতিথি: বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ. এম. নাজিম উদ্দিন।
প্রধান আলোচক: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথিরা: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইফতেখার হোসেন চৌধুরী মহসিন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদ্য ঘোষিত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিয়াকত আলী। বাঁশখালী উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম হোসাইনী।
সভায় বক্তারা আরও বলেন, মরহুম কাদের চৌধুরী ছিলেন শ্রমিকদের অধিকার আদায়ের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি তার রাজনৈতিক জীবনব্যাপী শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের ন্যায়সঙ্গত অধিকারের জন্য লড়াই করেছেন। শ্রমজীবী মানুষের মুক্তির লক্ষ্যে তিনি জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করে প্রতিনিয়ত রাজপথে ছিলেন।
অনুষ্ঠানের অন্যান্য অতিথি ও বক্তারা:
অনুষ্ঠানটি শহীদ জিয়া অধ্যয়ন কেন্দ্র, চট্টগ্রামের প্রধান নির্বাহী মো. জসিম চৌধুরীর সঞ্চালনায় পরিচালিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন—চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন খান তরুণ। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের শিক্ষা ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন। বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল চেয়ারম্যান। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দিন চৌধুরী। বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হুদা জাহাঙ্গীর। ইসলামী চিন্তাবিদ মাওলানা মহিউল আলম চৌধুরী। বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাজী সাবের আহমেদ। কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজিজুল হক। বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার ফারুক। খানখানাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাস্টার লোকমান হাকিম। বৈলছড়ি ইউনিয়ন বিএনপি নেতা চৌধুরী আব্দুল ওয়াহাব। বাঁশখালী শ্রমিক দলের আহ্বায়ক আনসার উল্লাহ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান। বাঁশখালী উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মো. আবুল হাসেম। বাঁশখালী উপজেলা কৃষক দল নেতা মুবিন চৌধুরী মেম্বার। দক্ষিণ জেলা ছাত্রদল নেতা এম দিলদার হোসেন রানা।
বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ ওয়াহিদ।
বিশেষ বক্তারা: সাধনপুর জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মোহাম্মদ আবু সালেহ আমির ও সহ-অর্থ সচিব মোহাম্মদ ইব্রাহিম খলিল চৌধুরী। মরহুম কাদের চৌধুরীর জীবনী পাঠ করেন স্মরণসভা উপ-কমিটির আহ্বায়ক ও জিয়া স্মৃতি সংসদের সমন্বয়কারী মাস্টার মো. আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন সিরাজুল মোস্তাকিম মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ আব্দুল হান্নান। দোয়া মাহফিলে মরহুম কাদের চৌধুরীসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ আলোচনা সভায় বক্তারা মরহুম কাদের চৌধুরীর শ্রমিক আন্দোলনে অবদান ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে আলোচনা করেন এবং কোটাসংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে নিহতদের স্মরণ করেন।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে কাদের চৌধুরীর মতো নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। তার আদর্শকে অনুসরণ করে বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হতে হবে।
বক্তারা কাদের চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তার আদর্শ ও সাহসী নেতৃত্ব অনুসরণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকারের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
No comments:
Post a Comment