সাইদ সাজু, তানোর থেকে:
রাজশাহীর তানোরে আম ও লিচুর গাছগুলো মুকুলে ভরে গেছে। বাম্পার ফলনের আশায় বাগান পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। সোনালি মুকুলে সজ্জিত গাছগুলো নয়নাভিরাম সৌন্দর্য সৃষ্টি করেছে, আর সুগন্ধে মুখরিত হয়েছে গ্রাম, মাঠ, ও মহল্লা।
উপজেলার বিভিন্ন আম বাগান ঘুরে দেখা গেছে, প্রতিটি গাছেই মুকুলের সমারোহ। লিচুর গাছেও থোকায় থোকায় দোল খাচ্ছে সোনালি রঙের মুকুল। চাষিরা জানাচ্ছেন, গত বছরের তুলনায় এবছর মুকুলের পরিমাণ অনেক বেশি। তবে তারা শঙ্কিত, কারণ এই মুহূর্তে বৃষ্টি না হলে মুকুল ঝরে পড়তে পারে। তাই অনেকেই গাছে স্প্রে করে ভিটামিন ও পানি দিচ্ছেন, যাতে মুকুলের গোড়া শক্ত থাকে ও ফলনের সম্ভাবনা বাড়ে।
তানোর উপজেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে আম ও লিচুর বাগান গড়ে উঠেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আমবাগান রয়েছে বাধাইড় ইউনিয়নে। এছাড়াও উপজেলার গ্রামাঞ্চল ও সরকারি রাস্তার ধারে লাগানো আমগাছেও ব্যাপক মুকুল দেখা যাচ্ছে।
চাষিরা জানান, গত বছর মুকুল ধরে রাখতে পারেননি, তাই এবার প্রথম থেকেই বাড়তি পরিচর্যা করছেন। গাছে ভিটামিন স্প্রে, সার প্রয়োগ ও নিয়মিত পানি সেচ দিচ্ছেন, যাতে আমের ফলন ভালো হয়।
তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, "এ বছর আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। প্রচুর গাছে মুকুল এসেছে, এবং এখন পর্যন্ত ক্ষতির সম্ভাবনা নেই। আগাম মুকুল ঝরে যাওয়ার আশঙ্কা থাকে, তবে ফাল্গুনের মাঝামাঝি সময়ে বৃষ্টি হলে তা ফলনের জন্য ভালো হবে। বর্তমানে চাষিরা গাছের পরিচর্যায় বেশ সচেতন, সার ও পানি সেচের মাধ্যমে নিয়মিত যত্ন নিচ্ছেন।"
চাষিরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আম ও লিচুর বাম্পার ফলন হবে এবং তারা ভালো লাভবান হবেন। তবে বৃষ্টির অনুপস্থিতিতে ক্ষতির শঙ্কাও করছেন তারা।
No comments:
Post a Comment