ওসমান হোসাইন, কর্ণফুলী:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওতাধীন কর্ণফুলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে সরাসরি সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু করেছে। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কর্মসূচির অংশ হিসেবে কর্ণফুলী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল জলিল চৌধুরী কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হয়।
ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ। এ সময় তিনি বলেন, ‘‘সরাসরি সদস্য ফরম বিতরণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী ও দক্ষ ছাত্রদের সমন্বয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে। এতে নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।’’
তিনি আরও বলেন, ‘‘কর্ণফুলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সুশৃঙ্খল ও সুসংগঠিত কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ নেতৃত্ব সৃষ্টির প্রয়োজন। এ লক্ষ্যে আমরা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছি এবং আজকের সদস্য ফরম বিতরণ তারই অংশ।’’
অনুষ্ঠানে ছাত্রদল নেতা-কর্মীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment