একুশে মিডিয়া, ডেস্ক:
চট্টগ্রামের রাউজানে পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু (৩৮) নামে এক যুবককে গুলি করে পালিয়ে গেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।
আজ শনিবার বেলা ১১টায় রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দির সংলগ্ন পুকুর পাড়ে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তি ও ঘটনার কারণ:
গুলিবিদ্ধ পিয়ার মোহাম্মদ রাউজান সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খানখানাবাদ গ্রামের বাসিন্দা। তিনি হাফেজ মাওলানা নুর মোহাম্মদের ছেলে এবং রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গত ১৩ ফেব্রুয়ারি হযরত চাঁদ শাহ (রা.) এর বার্ষিক ওরসকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে।
পরিবারের প্রতিক্রিয়া:
পিয়ার মোহাম্মদের মা মোরশেদা বেগম বলেন, “আমার ছেলে রোজা রেখে পুকুর সেচের কাজ দেখার জন্য ঘর থেকে বের হয়েছিল। ১১টার পর শুনি, তাকে গুলি করে ফেলে রাখা হয়েছে। আমার নিরীহ ছেলের উপর যারা হামলা চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
প্রত্যক্ষদর্শীর বিবরণ:
প্রত্যক্ষদর্শী আরফাত জানান, “আমি বাবু ভাইয়ের সঙ্গে মন্দির সংলগ্ন পুকুর সেচের কাজ দেখতে গিয়েছিলাম। তখনই সন্ত্রাসীরা গুলি চালায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, পরে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।”
মন্দির কর্তৃপক্ষের বক্তব্য:
অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরের পৌরহিত তপন চক্রবর্তী জানান, “মন্দিরের সামনে পুকুর ঘাট তৈরির জন্য সরকারি বরাদ্দ এসেছে। সাব-কন্ট্রাক্টর হিসেবে পিয়ার মোহাম্মদ কাজটি শুরু করার জন্য পুকুরের পানি সেচ দিচ্ছিলেন। কাজ পরিদর্শনের সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। আমি ঘটনাস্থলে ছিলাম না, সংবাদ পাওয়ার পর সেখানে আসি। আমার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা রয়েছে, পুলিশ ইতোমধ্যে ক্যামেরার হার্ডডিস্ক সংগ্রহ করেছে।”
পুলিশের বক্তব্য:
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৫-৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছি। অপরাধীদের শনাক্তের কাজ চলছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
No comments:
Post a Comment