সাইদ সাজু, তানোর থেকে:
রাজশাহীর গোদাগাড়ীর সাফিনা পার্কে প্রতিদিন তানোর উপজেলার বিভিন্ন সড়ক দিয়ে অর্ধশতাধিক ছোট-বড় বাস চলাচল করছে। ফলে তানোরের সড়কগুলোতে যানজট বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ছোট-বড় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। ধারণক্ষমতার অতিরিক্ত বড় বাস চলাচলের কারণে সড়কের ক্ষতি হচ্ছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।
উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, বগুড়া, নওগাঁসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা এসব বাস চৌবাড়িয়া হয়ে তানোর থানা মোড়, মুন্ডমালা ও জটাবটতলা হয়ে সাফিনা পার্কে পিকনিকে যাচ্ছে। ছোট বাস চলাচলের উপযোগী এসব সড়কে বড় বাস চলাচলের কারণে যানজট তীব্র হচ্ছে এবং রাস্তার স্থায়িত্ব হুমকির মুখে পড়ছে।
বিশেষ করে তানোর থানা মোড়ে যানজট ভয়াবহ আকার ধারণ করছে। বড় বাসগুলো ঘুরানোর সময় এ মোড়ে যাত্রীসহ ট্রাক, বাস, সিএনজি, অটো ও ভুটভুটির যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা বলছেন, সাফিনা পার্কে যাতায়াতকারী অতিরিক্ত যানবাহনের কারণে তানোরের সড়কগুলোর উপর চাপ বেড়েছে, যা দ্রুত সংস্কার না করলে বড় সমস্যা তৈরি হবে।
তানোর থানা মোড়ের চা দোকানি বিপুল কুমার দাস ও লিটন কুমার দাস জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ৫০-৬০টিরও বেশি ছোট-বড় বাস সাফিনা পার্কে যাচ্ছে। এসব বড় বাস মোড়ে ঘোরানোর সময় যানজট তীব্র হয়, ফলে পথচারী ও অন্যান্য যানবাহনের চালকরা দুর্ভোগে পড়েন। তারা মনে করেন, থানা মোড় বড় করে গোলচত্বর তৈরি না করলে যানজট আরও বাড়বে।
সচেতন মহলের মতে, তানোর উপজেলার চৌবাড়িয়া, থানা মোড়, মুন্ডমালা ও জটাবটতলা হয়ে প্রতিদিন যে পরিমাণ বড় বাস চলাচল করছে, তাতে দ্রুত সময়ের মধ্যেই এসব সড়কের মারাত্মক ক্ষতি হবে। তাই এখনই সড়কগুলো প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করা উচিত।
বর্তমানে এসব সড়কের ধারণক্ষমতা সর্বোচ্চ ১২ টনের যানবাহনের জন্য, কিন্তু এর চেয়ে বেশি ওজনের বড় বাস চলাচল করছে, যা সড়কের স্থায়িত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মানুষের বিনোদন প্রয়োজন, তবে সঠিক পরিকল্পনা ছাড়া অতিরিক্ত যান চলাচল দীর্ঘমেয়াদে আরও দুর্ভোগ সৃষ্টি করবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত সড়ক উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করা, অন্যথায় যানজট ও দুর্ঘটনার মাত্রা আরও বাড়বে।
No comments:
Post a Comment