একুশে মিডিয়া, ডেস্ক:
চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া নাফিজা জান্নাত রাখি (১৫) নামে এক কিশোরী চারদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় নিজের অবস্থান জানায়। তবে নির্দিষ্ট কোনো জায়গার নাম উল্লেখ না করায় তার অবস্থান নিশ্চিত করা যায়নি।
গত ৪ ফেব্রুয়ারি সকালে মিরসরাই উপজেলার বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় রাখি। সে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড তাকিয়াপাড়ার বাসিন্দা নাসির উদ্দিনের মেয়ে। মেয়েটির নিখোঁজ হওয়ার পর তার বাবা নাসির উদ্দিন মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার বিকেলে রাখির একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তার সঙ্গে এক তরুণ রয়েছে, যিনি নিজেকে রাখির স্বামী বলে পরিচয় দেন। তরুণীর দাবি, তিনি স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন এবং এখন ভালো আছেন।
ভিডিও বার্তায় রাখি বলেন, "আমি আদরকে ভালোবাসি, তাই স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমাদের খোঁজাখুঁজি না করার অনুরোধ করছি। আমরা নিজেদের মতো ভালো আছি।"
ভিডিওর শুরুতে আদর নামের ওই তরুণ বলেন, "আমাদের পরিবার ও আত্মীয়-স্বজনদের উদ্দেশ্যে বলছি— আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং স্বেচ্ছায় বিয়ে করেছি। আমাদের খুঁজবেন না, আমরা ভালো আছি।"
এদিকে, রাখির বাবা নাসির উদ্দিন অভিযোগ করেন, "বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে রাখিকে অপহরণ করা হয়েছে। রাখি এবার দশম শ্রেণিতে উঠেছে। এক বছর আগে কিছু বখাটে তাকে নিয়মিত হয়রানি করতো।"
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, "মেয়েটির পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা তাকে খুঁজে বের করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছি।"
No comments:
Post a Comment