এইচ এম শহীদ, পেকুয়া প্রতিনিধি :
আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর প্রথম রাউন্ডের ৭ম খেলা ৮ ফেব্রুয়ারি শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল-ডুলহাজারা ক্রীড়া সংসদ ও পটিয়া মুহাম্মাদ নগর ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে ডুলহাজারা ক্রীড়া সংসদ ৫-৪ ব্যবধানে জয়লাভ করে। দলের শাওন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি খালেছা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, চকরিয়া পৌর মহিলা দলের সভাপতি রিফাত সাবরিনা হায়দার, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তামহিদুল ইসলাম, পেকুয়া কৃষক দলের আহ্বায়ক আবু সিদ্দিক রনি, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল আবছার রিয়াদসহ পেকুয়া উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ:
প্রথমার্ধে ডুলহাজারার মোস্তফা, শাওন, শান্ত ও ইতুর একের পর এক আক্রমণ প্রতিহত করেন পটিয়ার ডিফেন্ডার আলাউদ্দিন, মানিক, তারেক ও আলমগীর। ২৫ মিনিটে মোস্তফার নেওয়া একটি শট পটিয়ার গোলরক্ষক সালাহউদ্দিন ঠেকিয়ে দেন। ২৯ মিনিটে ডি-বক্সের মধ্যে পাওয়া সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হয় ডুলহাজারা। ফলে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।
দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মাথায় ডুলহাজারার মোস্তফার একটি আক্রমণ গোলরক্ষক ঠেকিয়ে দিলে তিনি মাঝমাঠ থেকে আক্রমণের পরিকল্পনা সাজান। শাওন ও শান্ত একাধিকবার গোলের সুযোগ পেলেও সাফল্য পাননি। অন্যদিকে, পটিয়ার মফিজ ও আনন্দ কয়েকবার পাল্টা আক্রমণের চেষ্টা করলেও ডুলহাজারার বিদেশি ডিফেন্ডার ডিমাকো ও সুমনের কড়া প্রহরায় সফল হতে পারেননি।
শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকায় ম্যাচ ট্রাইবেকারে গড়ায়। পটিয়ার আলমগীরের পেনাল্টি শট ডুলহাজারার গোলকিপার আটকালে ৫-৪ ব্যবধানে জয়লাভ করে ডুলহাজারা ক্রীড়া সংসদ।
দলীয় তালিকা:
ডুলহাজারা ক্রীড়া সংসদের খেলোয়াড়রা: সাইফুল, আতিক, কিলং, ডিমাকো, বিশনু, সুমন, মোস্তফা, ইতু, শাওন, আয়ুব আলী, শান্ত, সেজান, বিজয়, মান্না, সাকিব, শাহিন, সৈকত, হাসান, সিজন।
পটিয়া মুহাম্মাদ নগর ফুটবল একাডেমির খেলোয়াড়রা: সালাহউদ্দিন, আলাউদ্দিন, আলমগীর, মানিক, তারেক, আকিব, মাহি, রিয়াদ, মুজাহিদ, মফিজ, আনন্দ, আরাফাত, গিয়াস, হেলাল, হানিফ।
No comments:
Post a Comment