গাজীপুরসহ দেশজুড়ে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 8 February 2025

গাজীপুরসহ দেশজুড়ে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’

একুশে মিডিয়া, ডেস্ক:

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনার জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দোষীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীঅপারেশন ডেভিল হান্টপরিচালনা করবে। আজ শনিবার থেকেই গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে এই অভিযান শুরু হচ্ছে।

এদিকে, ‘অপারেশন ডেভিল হান্টসম্পর্কে বিস্তারিত জানাতে আগামীকাল রোববার ( ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস ব্রিফিং করবে।

কী ঘটেছিল গাজীপুরে?

শুক্রবার ( ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন কর্মী ঘটনাস্থলে গেলে স্থানীয় বাসিন্দারা তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানান, আহতদের মধ্যে বেশিরভাগকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে রাত তিনটার দিকে হাসপাতালে যান সংগঠনটির কেন্দ্রীয় দুই নেতা সারজিস আলম হাসনাত আবদুল্লাহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহিম জানান, ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে লুটপাটের খবর পেয়ে তাদের কর্মীরা সেখানে যান। তবে স্থানীয় বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে আরও লোক জড়ো করেন এবং তাদের ওপর হামলা চালান।

বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages