একুশে মিডিয়া:
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর জলদি স্কুল মাঠ সংলগ্ন মারকাজুত তাহফিজ আদর্শ মাদ্রাসা-তে হিফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারবন্দী ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২১শে ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাদালিয়া বড় মাদ্রাসার পরিচালক মাওলানা খলিলুর রহমান (শাওখী)। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ জমির উদ্দিন-এর পরিচালনায় এবং মাওলানা শফিউল আলম-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোছাইনী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- হাফেজ আব্দুল্লাহ, পরিচালক, নুরুল কুরআন মাদ্রাসা, হাফেজ মাওলানা বেলাল উদ্দিন, পরিচালক, মারকাজুল হুফ্ফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, মোহাম্মদ নাছির উদ্দীন, কর্মকর্তা, বাঁশখালী পৌরসভা, মাওলানা শিহাব উদ্দিন, হাফেজ লোকমান হাকিম, হাফেজ নুর মোহাম্মদ, হাফেজ জিয়াউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিদের হাত দিয়ে হিফজ সমাপ্তকারী ১৪ জন শিক্ষার্থীকে দস্তারবন্দী (পাগড়ি প্রদান) করা হয়। এছাড়া, বিদায়ী ৩ জন শিক্ষার্থী— হাফেজ আমানুল্লাহ, হাফেজ আরিফুল ইসলাম ও হাফেজ মারুফুল ইসলাম-কে বিদায়ী সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাওলানা খলিলুর রহমান (শাওখী)-এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।
No comments:
Post a Comment