পেকুয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ: পেকুয়া ফুটবল একাডেমির দুর্দান্ত জয় - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 8 February 2025

পেকুয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ: পেকুয়া ফুটবল একাডেমির দুর্দান্ত জয়

এইচ. এম. শহীদ, পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ফেব্রুয়ারি) শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে অনুষ্ঠিত এই খেলায় পেকুয়া ফুটবল একাডেমি - গোলে আনোয়ারা মুক্তিযোদ্ধা আবু তাহের স্মৃতি সংসদকে পরাজিত করেছে। দর্শকদের করতালির মধ্যে খেলার উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার চকরিয়া আদালতে কর্মরত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

খেলার গুরুত্বপূর্ণ মুহূর্ত:

বিকাল ৪টায় খেলা শুরু হলে পেকুয়া ফুটবল একাডেমি শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আক্রমণ চালায়। ১০তম মিনিটে, অধিনায়ক হাসানের চমৎকার পাসে ১৩ নম্বর জার্সিধারী বিদেশি খেলোয়াড় কামারা ডুডু গোল করে পেকুয়াকে - ব্যবধানে এগিয়ে নেন। ১৪তম মিনিটে, হাসান প্রতিপক্ষের তিনজন খেলোয়াড়কে পরাস্ত করে নম্বর জার্সিধারী ফাদুনাকে বল দেন। তার জোরালো শট আনোয়ারার জালে জড়ালে - ব্যবধানে এগিয়ে যায় পেকুয়া। দ্বিতীয়ার্ধে আনোয়ারা পাল্টা আক্রমণের চেষ্টা করলেও গোল পরিশোধ করতে ব্যর্থ হয়। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে, কামারা ডুডু আরও একটি গোল করলে - ব্যবধানে জয় নিশ্চিত হয় পেকুয়া ফুটবল একাডেমির।

ম্যান অব দ্য ম্যাচ: পেকুয়া ফুটবল একাডেমির হয়ে দুই গোল করা কামারা ডুডু ম্যাচসেরা নির্বাচিত হন। উপস্থিত অতিথিরা: দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান

এসডি সিটি সেন্টারের স্বত্বাধিকারী ছরওয়ার উদ্দিন, চট্টগ্রাম দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট আশফাক আহমেদ, এড. মহিউদ্দিন, এড. হেলাল বিন মনজুর তামিম, এড. রাশেদুল ইসলাম চৌধুরী, এড. মীর মোশাররফ হোসেন টিটু পিপি, এড. ইলিয়াস, এড. মোকাররম হোসেন, এড. হাসান উদ দৌলা মিনার, এড. কেএম সাইফুল ইসলাম, এড. মোস্তফা কামাল, এড. জাহেদ হোসেন, এড. আলী ইয়াসিন, এড. মিফতাহ উদ্দিন, এড. মইন উদ্দিন, এড. মীর মোয়াজ্জেম হোসেন, এড. কামরুল কবির আজাদ, শিক্ষানবিশ আইনজীবী জাহেদ হাসান আহসান উল্লাহ খোকন।

দুই দলের খেলোয়াড় তালিকা: পেকুয়া ফুটবল একাডেমি: রাজীব (গোলরক্ষক), রিমন, সায়েম, ফাদুনা, আয়ুব, হাসান (অধিনায়ক), কামারা, ইউসুফ, ডুডু, মাসুম, শাকিল, আহমদ শফি, ফোরকান, আরাফাত। আনোয়ারা মুক্তিযোদ্ধা আবু তাহের স্মৃতি সংসদ:
রহমত (গোলরক্ষক), করিম, বাবু, ফরহাদ, রাকিব, প্রীতম, ফিরোজ, সামির, শিফাত, আরমান, আকিব, হান্নান, রিয়াদ, ইমন, রাকিব, ফরহাদ, তাওহীদ। খেলার আয়োজনের জন্য পেকুয়া স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

 

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages