পেকুয়ায় অপহরণের ঘটনায় দুইজন উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 28 February 2025

পেকুয়ায় অপহরণের ঘটনায় দুইজন উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার

এইচ এম শহীদ, পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় ফের অপহরণের ঘটনা ঘটেছে। তবে পুলিশ দ্রুত অভিযানে অপহৃত দুইজনকে উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে।

২৭ ফেব্রুয়ারি ভোর ৫টায় পেকুয়া থানার এসআই মো. সোহেলের নেতৃত্বে পুলিশের একটি দল পেকুয়া সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা আব্দুল হামিদ সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে। একই সময় ঘটনাস্থল থেকে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

অপহরণের ঘটনা:

জানা যায়, ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে পেকুয়া চৌমুহনী থেকে সিএনজি চালক মো. ইমরান (২৭) এক যাত্রী নিয়ে চকরিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে পেকুয়া চড়াপাড়া এলাকায় পৌঁছালে একদল অপহরণকারী সিএনজির গতিরোধ করে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা সিএনজি চালক ইমরানের ভাই মোহাম্মদ এহসানের মোবাইল নম্বারে ফোন দিয়ে লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হলেও আরও টাকা দাবি করলে এহসান পুলিশের সহায়তা নেন এবং পেকুয়া থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশের অভিযান গ্রেফতার:

অভিযোগের ভিত্তিতে পেকুয়া থানা পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে পেকুয়া সদর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের উত্তর মেহেরনামা চড়াপাড়া এলাকার ফরিদুল আলমের পুত্র মো. জুবায়ের (২০), একই ওয়ার্ডের আব্দুল সিকদার পাড়া এলাকার হাজী হাবিবুর রহমানের পুত্র মো. শাহাবুদ্দিন (৫২) এবং নম্বর ওয়ার্ডের মাতবর পাড়া এলাকার ফিরোজ আহমদের পুত্র মোহাম্মদ কায়সার (২৬) কে গ্রেফতার করে।

এসময় অপহৃতদের মধ্যে বাঁশখালী উপজেলার খুপিয়া ডোংরা এলাকার খলিলুর রহমানের পুত্র সিএনজি চালক মো. ইমরান (২৭) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প বি-ব্লক-ডি- এর বাসিন্দা রোহিঙ্গা শামসুল আলম (৩৮)কে উদ্ধার করা হয়।

পুলিশের বক্তব্য:

বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) দূর্জয় বিশ্বাস জানান, “অপহরণের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages