বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 7 February 2025

বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান

একুশে মিডিয়া:

বাঁশখালীভিত্তিক শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত "জুলাই বিপ্লব কুইজ প্রতিযোগিতা"- পুরস্কার বিতরণ এবং জুলাই বিপ্লবে আহতদের সম্মানে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার ( ফেব্রুয়ারি) বিকেলে বাঁশখালী পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবরার হাসান রিয়াদ-এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চক্রবর্তী, চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ ইমরান হোসেন এবং ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সদস্য সাংবাদিক শিব্বির আহমদ রানা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক তাফহীমুল ইসলাম, রিয়াদুল ইসলাম, ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সদস্য আবুল কাশেম সিকদার, এনামুল হক রাহাত, চট্টগ্রাম জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইবনে হোসাইন। এছাড়া, ফাউন্ডেশনের সদস্য সাইফুল ইসলাম, বেলাল মেহরাজ, নাছির উদ্দীন, মো. হাসনাত, তৌহিদ-উল-বারী রাশেদুল ইসলাম আদিল-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্য কার্যক্রম:

জুলাই বিপ্লব কুইজ প্রতিযোগিতা: ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে, শীর্ষ ১০ বিজয়ীকে নগদ অর্থ, ক্রেস্ট, বই সার্টিফিকেটসহ প্রায় লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হয়।

আহত শিক্ষার্থীদের সহায়তা: জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়।

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা: বাঁশখালী থেকে সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

প্রবন্ধ প্রতিযোগিতা: "কেমন বাঁশখালী চাই" শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতায় দুই বিভাগে জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়।

শিক্ষা সহায়তা: অর্ধশতাধিক অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এই চারটি গুরুত্বপূর্ণ ইভেন্টের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages