মুহাম্মদ দিদার হোসাইন:
বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড হারুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালী উপজেলা সদরস্থ ফ্রেন্ডশিপ সোসাইটির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি এন এম নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোসাইটির প্রধান উপদেষ্টা ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোছাইনী।
সংবর্ধিত অতিথিদের মধ্যে হারুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি তাফহিমুল ইসলাম (হিমু), সহ-সভাপতি আসহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু বকর, কোষাধ্যক্ষ মো. নুরুল কাদেরসহ নির্বাহী কমিটির চার সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কামরুল ইসলাম হোছাইনী বলেন, "ব্যবসায়ীদের কল্যাণে কাজ করা অত্যন্ত গর্বের বিষয়। ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের সংগঠিত ও সুসংহত নেতৃত্বের মাধ্যমে স্থানীয় ব্যবসার উন্নয়ন সম্ভব। নবনির্বাচিত নেতৃবৃন্দ হারুন বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। তাদের উদ্যোগ ও নেতৃত্বে বাজারের পরিবেশ আরও উন্নত হবে এবং ব্যবসায়ী সমাজ উপকৃত হবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা ফারুক হোসেন আজগর, পৌরসভা যুবদলের সাবেক আহ্বায়ক মো. শহীদুল ইসলাম, পৌরসভার শ্রমিকদলের সাবেক সহ-সভাপতি ও বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন কোম্পানি, প্রবীণ বিএনপি নেতা মফিজুর রহমান, বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম কফিল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক শোয়াইবুল ইসলাম, মো. মানিক, বিএনপি নেতা মো. ইউসুফসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
No comments:
Post a Comment