কর্ণফুলী প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চরপাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পেয়ার আহমদকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে কর্ণফুলীর চরপাথরঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পেয়ার আহমদ চরপাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ডের হাবিলদার বাড়ির বাসিন্দা। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ওসি মুহাম্মদ শরীফ জানান, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেয়ার আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় নাশকতার অভিযোগ রয়েছে।"
No comments:
Post a Comment