পেকুয়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন -ধর্মবিষয়ক উপদেষ্টা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 17 February 2025

পেকুয়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন -ধর্মবিষয়ক উপদেষ্টা

এইচ এম শহীদ, পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজার সংলগ্ন এলাকায় নির্মিত হয়েছে আধুনিক তিনতলা মডেল জামে মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ধর্মবিষয়ক উপদেষ্টা . খালিদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সমাজে নৈতিক মূল্যবোধ বৃদ্ধি করবে এবং অপরাধ প্রবণতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মসজিদ কমিটির সভাপতি মঈনুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান, চট্টগ্রাম গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একিউএম শাহজালাল মজুমদার, প্রকল্প পরিচালক (জেলা, উপজেলা) ফেরদৌস-উজ-জামান, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের জেলা উপপরিচালক ফাহমিদা বেগম, ইসলামিক ফাউন্ডেশন পেকুয়া উপজেলা সুপারভাইজার নুরুল হক সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া অনুষ্ঠানে পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি মোনাজাত পরিচালনা করেন।

স্থানীয়দের মতে, মডেল মসজিদ শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়, এটি ইসলামিক সাংস্কৃতিক সামাজিক উন্নয়নের কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages