একুশে মিডিয়া:
বাঁশখালীর ছনুয়া কাদেরীয়া উচ্চ বিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে ‘জুলাই বিপ্লব’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র সংসদের সভাপতি সায়মুন ইসলাম হৃদয় এবং সঞ্চালনা করেন ইয়ার মোহাম্মদ ফাহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব কর্মকর্তা মো. ফোরকান।
প্রধান মেহেমান হিসেবে উপস্থিত ছিলেন অরবিট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন মো. আমিরুল হক ইমরুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ নুর, বাঁশখালী ছাত্র সংস্থার সভাপতি মো. তাওহিদুল ইসলাম এবং এনজিও কর্মকর্তা জয়নাল আবেদিন।
এ সময় স্থানীয় বিভিন্ন পেশার মানুষ ও ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখে। তাঁরা সবাইকে নিয়মিত পড়াশোনা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।
No comments:
Post a Comment