একুশে মিডিয়া, ডেস্ক:
আজ শনিবার (১ মার্চ) বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (২ মার্চ) থেকে দেশে রোজা শুরু হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।
সে অনুযায়ী, আজ শনিবার এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায় করবেন এবং সেহরি খেয়ে রোজা রাখবেন।
এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ শনিবার (১ মার্চ) প্রথম রোজা পালিত হচ্ছে। শুক্রবার (২৯ ফেব্রুয়ারি) সৌদি আরবের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি হারামাইন শরিফ এক্স হ্যান্ডলে নিশ্চিত করেছে।
এ বছর প্রথম দেশ হিসেবে রমজানের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরপর বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াও একই ঘোষণা দেয়।
তবে ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা না যাওয়ায় এসব দেশে বাংলাদেশের মতোই ২ মার্চ থেকে রোজা শুরু হবে।
মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বার্নামার বরাতে মালয় মেইল জানিয়েছে, দেশটির রাজা সুলতান ইব্রাহিমের আদেশ ও শাসকদের সম্মতির ভিত্তিতে ২ মার্চ থেকে রমজান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
No comments:
Post a Comment