একুশে মিডিয়া, প্রতিবেদন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল ও "রমজানের তাৎপর্য" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) উপজেলার শীলকূপ টাইমবাজারস্থ হাজী সোলতান কমিউনিটি ক্লাব হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও বাঁশখালী উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন: বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী উপজেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা নুরুল হক সুজীশ, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলার সহ-সভাপতি মাওলানা ইয়াছিন কাশেমী, দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের, জেলা শূরা সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসাইন, সিনিয়র আইনজীবী জাকের উল্লাহ, অ্যাডভোকেট জি এম সাইফুল ইসলাম, মাওলানা শহিদুল্লাহ, এছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সমাজকর্মী, জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা ও ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা রমজানের তাৎপর্য, নৈতিকতা ও সমাজ গঠনে ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান।
No comments:
Post a Comment