মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭ ব্যবসায়ীকে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৯০ রশি বাসস্ট্যান্ড ও মোরেলগঞ্জ বাজারের বিভিন্ন ফল ও মুদি দোকানে তদারকি করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অভিযুক্ত ৭ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। তারা হলেন-
মুদি ব্যবসায়ী:
মো. আমিনুল ইসলাম - ২,০০০ টাকা
মো. জসিম উদ্দিন - ২,০০০ টাকা
মো. সাহারাফ হোসেন - ২,০০০ টাকা
হোটেল ব্যবসায়ী:
মো. বেল্লাল হাং-১,০০০ টাকা
মো. আনোয়ার- ১,০০০ টাকা
ফল ব্যবসায়ী:
মো. রিদয়-১,০০০ টাকা
মো. জাহিদ বিন অভি - ১,০০০ টাকা
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে ন্যায্যমূল্য ও নিরাপদ পণ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
No comments:
Post a Comment