কর্ণফুলী প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় বিশেষ অভিযানে মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ। এ সময় মাইক্রোবাসসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গত মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১২টার দিকে কর্ণফুলী থানার (সিএমপি) উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মইজ্জ্যারটেক মোড়স্থ পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাদের গ্রেফতার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃতরা হলেন: ১ মো. সৈয়দ (৩৭), পিতা-মৃত ইমাম শরীফ, মাতা-মোছাঃ নুরজাহান বেগম, সাং-জোয়ারিয়ানালা, ০৭নং ওয়ার্ড, গোলালির জুম, সৈয়দ ড্রাইভারের বাড়ি, থানা-রামু, জেলা-কক্সবাজার। ২ তৌহিদ উল্লাহ (২০), পিতা-কামাল উদ্দিন, মাতা-হামিদা বেগম, সাং-জোয়ারিয়ানালা, পানিরছড়া, ০৭নং ওয়ার্ড, হামিদার বাড়ি, থানা-রামু, জেলা-কক্সবাজার।
এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৩৮।
No comments:
Post a Comment