একুশে মিডিয়া, ডেস্ক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জেসমিন আক্তার (২৮) নামে তিন সন্তানের এক জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর নতুন পাড়ায় নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার ফজল কাদেরের স্ত্রী।
নির্যাতনের অভিযোগ:
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফজল কাদের তার প্রথম স্ত্রী জেসমিন আক্তারকে রেখে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে প্রথম সংসারের স্ত্রী ও সন্তানদের প্রতি তিনি দায়িত্বহীন হয়ে পড়েন।
এমনকি ভরণ-পোষণ না দেওয়া, শারীরিক নির্যাতনসহ নানা হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এক মাস আগেও ফজল কাদের তাকে বেধড়ক মারধর করেছিলেন, যার ফলে স্ত্রীর হাত-মুখে রক্তাক্ত জখম হয়।
ঘটনার বিবরণ:
সোমবার সকালে জেসমিন তার বড় ছেলে ওসমান গণীকে মাদ্রাসায় পাঠান। সোমবার দুপুর ১২টার দিকে ছুটি শেষে ঘরে ফিরে ছোট ভাই মো. আলমের কান্নার শব্দ শুনে সে দরজায় ধাক্কা দেয়।
কোনো সাড়া না পেয়ে জানালায় উঁকি দিয়ে মাকে চালের বর্গার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। চিৎকার শুনে পাশের লোকজন জড়ো হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশের বক্তব্য:
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে তদন্ত চলমান রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পরবর্তী পদক্ষেপ:
এ ঘটনায় স্বামী ফজল কাদেরের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
No comments:
Post a Comment