পেকুয়া উজানটিয়া-মগনামা সড়কের কালভার্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ, জনদুর্ভোগ চরমে - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 15 March 2025

পেকুয়া উজানটিয়া-মগনামা সড়কের কালভার্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ, জনদুর্ভোগ চরমে

এইচ. এম. শহীদ, পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া উপজেলা সদরের সাথে উজানটিয়া মগনামা ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম কাটাফাড়ি সড়কের রুকুর খালের ওপর নির্মিত কালভার্টটি ধসে গিয়ে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। মূল সড়ক থেকে তিন ফুট নিচু হয়ে যাওয়ায় যানবাহন চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

সংকটের মূল কারণ:

স্থানীয়রা জানান, গত তিন দিন ধরে চরম ঝুঁকি নিয়ে পথচারী যাত্রীরা চলাচল করছেন ২৪ বছর আগে পানি উন্নয়ন বোর্ড এই কালভার্টটি নির্মাণ করেছিল। তবে গত ১০ বছর ধরে পানি নিস্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেলে এটি সংস্কার বা পুনর্নির্মাণ নিয়ে এলজিইডি পানি উন্নয়ন বোর্ডের টানাপোড়েনে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয়দের উদ্বেগ প্রতিক্রিয়া:

উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু বলেন, "প্রতিবছর বর্ষার সময় এই কালভার্টটি ভেঙে পড়ে, ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। ইউনিয়ন পরিষদ থেকে অস্থায়ী সংস্কার করা হলেও তা বারবার ধসে যাচ্ছে।"

মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী বলেন, "উজানটিয়া-মগনামার প্রায় ৫০ হাজার মানুষের চলাচলের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রুকুর খালের কালভার্টটি। পরিকল্পিতভাবে এটি পুনর্নির্মাণ করা না হলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যাবে।"

কক্সবাজার নারী শিশু নির্যাতন আদালতের পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু অভিযোগ করে বলেন, "গত ২৪ বছর ধরে কালভার্টটি স্থায়ীভাবে নির্মাণ না করে ছোট ছোট প্রকল্প দেখিয়ে বাজেট লুটপাট করা হয়েছে। দ্রুত টেকসই প্রকল্পের মাধ্যমে এটি পুনর্নির্মাণ করা না হলে প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।"

প্রশাসনের প্রতিক্রিয়া:

মগনামা উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান না থাকায় পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমের কাছে ক্ষুদেবার্তায় বিষয়টি জানানো হলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।

তবে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মইনুল হোসেন চৌধুরী জানান, "মগনামা উজানটিয়া ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে শিগগিরই কালভার্ট পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে।"

জনদুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি:

স্থানীয় জনগণ দ্রুত টেকসই স্থায়ী পদ্ধতিতে কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন অন্যথায় জনদুর্ভোগ আরও চরমে পৌঁছাবে এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages