এইচ. এম. শহীদ, পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের পক্ষে পেকুয়া উপজেলা কৃষকদলের উদ্যোগে গণ ইফতার বিতরণ করা হয়েছে।
২৩ মার্চ (শনিবার) বিকেলে পেকুয়া চৌমুহনী ক্রেমলিন প্লাজা মার্কেটের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও পেকুয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু ছিদ্দিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাক্ষিক পেকুয়ার সম্পাদক ও পেকুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ছাফওয়ানুল করিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব মনছুর আলম ইউনুছ।
বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও পূর্ব জোন সভাপতি ছরওয়ার উদ্দিন, রিদুয়ানুল হক, মঈন উদ্দিন, ইকবাল হোসাইন, এস. এম. আমিন উল্লাহ, মো. এহেছান, মোক্তার মোরাদ, মো. মনজুর ও আমিরুল ইসলাম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসুফ কবির, নুরুল ইসলাম, মোহাম্মদ নাছির, রুহুল কাদের, রাশেদ এলাহী, মিজান, জাফর আলম, আবদুল লতিফ, আক্তার হোসেন, জয়নাল, ইদ্রিসসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের কৃষির উন্নয়নের লক্ষ্যে কৃষকদল প্রতিষ্ঠা করেছিলেন। তারা কৃষকদের স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রয়াসে এগিয়ে আসার আহ্বান জানান।
সেই সঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
No comments:
Post a Comment