একুশে মিডিয়া, কর্ণফুলী প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী থানার পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। বুধবার (৫ মার্চ) কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় নুরুউদ্দিনের ভাড়াঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মোঃ সাফায়াত উল্লাহ (৩২), পিতা- হাসান উল্লাহ, মাতা- আয়েশা বেগম, সাং- ইছানগর, কর্ণফুলী, চট্টগ্রাম।
২. মোঃ রায়হান (৩২), পিতা- নুরুল ইসলাম, মাতা- আয়েশা, সাং- হাপানিয়া, রামগঞ্জ, লক্ষ্মীপুর, বর্তমানে ইছানগর, কর্ণফুলী, চট্টগ্রাম।
৩. মোঃ রিয়াজ (২৭), পিতা- মোঃ সালাউদ্দিন, মাতা- সুফিয়া বেগম, সাং- ওমরাবাদ, শশীভূষণ, ভোলা।
৪. মোঃ আলাউদ্দিন হাওলাদার (৫৫), পিতা- মোফাজ্জল হক হাওলাদার, মাতা- সাফিয়া বেগম, সাং- ওমরাবাদ, শশীভূষণ, ভোলা।
৫. মোঃ জামাল (৪৯), পিতা- মৃত আব্বাস আলী, মাতা- ফজর বানু, সাং- বাবুনদিয়া, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, বর্তমানে ইছানগর, কর্ণফুলী, চট্টগ্রাম।
৬. মোঃ ইব্রাহিম (৩২), পিতা- হারুন হাওলাদার, মাতা- হেলেনা বেগম, সাং- চরকলমি, দক্ষিণ আইচা, ভোলা।
৭. মোঃ মনির হোসেন (২৯), পিতা- মোঃ রফিক, মাতা- কোহিনুর বেগম, সাং- হাজারীগঞ্জ, চরফ্যাশন, ভোলা।
৮. মোঃ রাসেল (৩২), পিতা- বাবুল ফকির, মাতা- শিরিন আক্তার, সাং- ঢাকাগাঁও, দাউদকান্দি, কুমিল্লা।
৯. মোঃ নুর নবী (৩৪), পিতা- আবুল কাশেম, মাতা- সুলেমা খাতুন, সাং- হাজারীগঞ্জ, চরফ্যাশন, ভোলা।
১০. মোঃ জাহেদ ওরফে সিহাব (২০), পিতা- আজাদ মিয়া, মাতা- শিলা বেগম, সাং- আগিউন, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার।
১১. মোঃ কবির গাজী (৪২), পিতা- রুহুল আমিন গাজী, মাতা- মমতাজ বেগম, সাং- চরপাড়া, দুমকি, পটুয়াখালী।
১২. মোঃ তসলিম উদ্দিন (৪৪), পিতা- আবু তাহের, মাতা- হাবাধন আক্তার, সাং- ইছানগর, কর্ণফুলী, চট্টগ্রাম।
১৩. মোঃ শহিদ (৩৫), পিতা- মোঃ সিরাজ, মাতা- পারভীন বেগম, সাং- হাজারীগঞ্জ, চরফ্যাশন, ভোলা।
১৪. মোঃ ইব্রাহিম (৩৩), পিতা- নুরুল ইসলাম হাওলাদার, মাতা- ময়ফুল বেগম, সাং- হাজারীগঞ্জ, চরফ্যাশন, ভোলা।
১৫. নুর নবী (৪৫), পিতা- আলী আহমদ, মাতা- আমেনা বেগম, সাং- শাকচর, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলীর ইছানগর এলাকায় একটি ভাড়াঘরে জুয়ার আসর বসানোর তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়া খেলার তাসের দুটি বান্ডিল ও নগদ ৭,১৬০ টাকা উদ্ধার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, "গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৯৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নন-এফআইআর প্রসিকিউশন নম্বর- ১৪৪/২০২৪, তারিখ ০৫/০৩/২০২৫। তাদের আদালতে পাঠানো হচ্ছে।
No comments:
Post a Comment