একুশে মিডিয়া, প্রতিবেদক:
"তোমার আমার বাংলাদেশ, ভোট দেব মিলেমিশে"-এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জাতীয় ভোটার দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
রোববার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এয়ার মোহাম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
ভোটার দিবস উপলক্ষে প্রবাসী, লোকমান চৌধুরী, বলেন, "বাংলাদেশ নির্বাচন কমিশনের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে, উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা দায়িত্ব গ্রহণের পর বাঁশখালীর ভোটাররা নির্বিঘ্নে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। তিনি নিরলস পরিশ্রম করে বিনা ঝামেলায় ও কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়া সাধারণ মানুষকে ভোটার করার সুযোগ করে দিচ্ছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বলেন, "জাতীয় ভোটার দিবস উপলক্ষে বাঁশখালীতে স্বতঃস্ফূর্তভাবে দিবসটি উদযাপিত হয়েছে। র্যালি ও আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম বলেন, "‘তোমার আমার বাংলাদেশ, ভোট দেব মিলেমিশে’-এই স্লোগানকে সামনে রেখে সচেতনতা তৈরির লক্ষ্যে বাঁশখালীতে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
No comments:
Post a Comment