কর্ণফুলী প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার দোকানিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে কর্ণফুলীর ফাজিলখাঁর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।
অভিযান চলাকালে ট্রেড লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও বিক্রি, মূল্যতালিকা না থাকা ইত্যাদি অভিযোগে চারটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, "পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, মজুতদারি করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোক্তাদের হয়রানি করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
অভিযানে কর্ণফুলী থানার একটি টিম সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
No comments:
Post a Comment