পেকুয়ায় সাবেক মেম্বার মাদুর বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 11 March 2025

পেকুয়ায় সাবেক মেম্বার মাদুর বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

এইচ. এম. শহীদ, পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামায় সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ মাদুর বিরুদ্ধে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা যায়, মগনামা বাজার পাড়ার মৃত শফিউল আলমের ছেলে স্থানীয় ব্যবসায়ী হেলাল উদ্দিন ১০ মার্চ সকালে কক্সবাজার আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে অপহরণের শিকার হন। মগনামার রাবার ড্যাম এলাকায় সাবেক মেম্বার মাদুর নেতৃত্বে শহিদুল্লাহ, রিদুয়ান, সুমি, নরুল ইসলাম, তালেবসহ প্রায় ১৫ জনের একটি দল হেলাল উদ্দিনের সিএনজির গতিরোধ করে। এরপর তার চোখ বেঁধে অপর একটি সিএনজিতে তুলে নেয়।

এসময় হেলালের ভাতিজা পালিয়ে গিয়ে আত্মীয়-স্বজন স্থানীয়দের খবর দিলে প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধারের চেষ্টা শুরু হয়। ভুক্তভোগী হেলাল উদ্দিন জানান, অপহরণের পর বারবাকিয়ার বিভিন্ন সড়কে ঘুরিয়ে দুপুর ১২টার দিকে তাকে বোধামাঝির ঘোনায় ফেলে রেখে যায় অপহরণকারীরা।

চাঁদাবাজি হুমকির অভিযোগ:

হেলাল উদ্দিন অভিযোগ করেন, সাবেক মেম্বার মাদু একজন পেশাদার ডাকাত চাঁদাবাজ। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি দখলবাজি চালাতেন।

তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় মাদু তার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন, যা পরবর্তীতে ফেরত দিতে অস্বীকার করেন। এরপর একটি হত্যার ঘটনায় মাদু হেলালের কাছ থেকে চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে মামলায় জড়ানোর হুমকি দেন।

পরবর্তীতে মামলার চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার কথা বলে মাদু আরও ৭০ হাজার টাকা হাতিয়ে নেন, কিন্তু চার্জশিট থেকে বাদ না দেওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন করলে হেলালকে প্রাণনাশের হুমকি দেন।

প্রশাসনের হস্তক্ষেপ কামনা:

হেলাল উদ্দিন আরও বলেন, মাদু মেম্বারের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ভূমি দস্যুতার একাধিক মামলা রয়েছে। তিনি বর্তমানে ওয়ারেন্টভুক্ত আসামি হলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন।

অপহরণের পর এলাকাবাসীর চাপে চার ঘণ্টা পর হেলাল উদ্দিনকে ছেড়ে দিতে বাধ্য হয় অপহরণকারীরা। বর্তমানে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচার নিরাপত্তার জন্য হস্তক্ষেপ কামনা করেছেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages