একুশে মিডিয়া, প্রতিবেদন:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে ১৭ মার্চ (সোমবার) জার্মান ফেডারেল ফরেন অফিস (GFFO)-এর অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সহায়তায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) বাস্তবায়িত "Child-Centred Anticipatory Action for Better Preparedness of Communities and Local Authorities in Northern and Coastal Areas of Bangladesh" প্রকল্পের আওতায় "দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ" অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইপসার প্রজেক্ট ম্যানেজার সানজিদা আক্তার। ইপসার কর্মকর্তা ও উন্নয়নকর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় প্রশিক্ষণে "পাহাড়ধস ও দুর্যোগ মোকাবেলায় করণীয়" শীর্ষক বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন বিশিষ্ট আবহাওয়া বিজ্ঞানী উজ্জ্বল কান্তি পাল। এসওডি (Standard Operating Procedures) নিয়ে আলোচনা করেন সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা আশফাকুজ্জামান রুবেল। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলম। এছাড়া অতিথি ও আলোচনায় অংশ নেন: উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ, বাঁশখালী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মিজানুর রহমান, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম মঈন উদ্দিন, উপজেলা প্রকল্প কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম, উপজেলা সিপিপি কার্যালয়ের কর্মকর্তা মিঠু কুমার দাশ, রাতাখোর্দ্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব কুমার সিকদার, সমাজকর্মী মো. রফিক, ইউপি সদস্য করুণাময় ভট্টাচার্য, হাবিবুর রহমান মিঞা, মো. লোকমান, জাহানারা বেগম, টুটুন তালুকদার, রিনা আক্তার, ইপসার কর্মকর্তা ড. প্রবাল বড়ুয়া, মাহিনুর আক্তার, মো. শাহারিয়ার আলম, রিয়াজ উদ্দিন তালুকদার, মুহাম্মদ এনামুল হক।
প্রশিক্ষণে বাঁশখালীর ভৌগোলিক অবস্থা, দুর্যোগকালীন প্রশাসন, জনপ্রতিনিধি ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির করণীয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া, দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের গতিশীল করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার উপায় পাহাড়ে বসবাসকারীদের জন্য সুনির্দিষ্ট ডাটাবেজ তৈরি বাংলাদেশে পাহাড়ধসের ইতিহাস ও এর ক্ষয়ক্ষতির পর্যালোচনা দূর্যোগ ব্যবস্থাপনা ও অ্যন্টিসিপেটরি অ্যাকশনের ভূমিকা প্রযুক্তি ব্যবহার করে পাহাড়ধসের ঝুঁকি ও ক্ষয়ক্ষতির নিরূপণ পাহাড়ধস প্রতিরোধে করণীয় ব্যবস্থা এবং দুর্যোগ পূর্ব প্রস্তুতিমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা উল্লেখ করেন, বাঁশখালীর পাহাড়গুলোর বালিমাটি দুর্বল হওয়ায় বৃষ্টিপাতের ফলে এগুলো ধসে পড়ে, যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। প্রশিক্ষণে দুর্যোগ মোকাবিলায় প্রশাসন, স্থানীয় কমিটি ও নাগরিকদের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
No comments:
Post a Comment