মো. রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
জনপ্রিয় দৈনিক গণমানুষের আওয়াজ নবম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ মার্চ) মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবাহ-এর প্রতিনিধি এইচ এম শহিদুল ইসলাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন গণমানুষের আওয়াজ-এর মোরেলগঞ্জ প্রতিনিধি মো. এখলাস শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জসিম উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—
দৈনিক ভোরের ডাক-এর প্রতিনিধি এম এ জলিল
দৈনিক খোলা কাগজ-এর প্রতিনিধি মো. আবু সালেহ
দৈনিক ইনকিলাব-এর প্রতিনিধি মেজবা ফাহাদ
দৈনিক দক্ষিণ অঞ্চল-এর প্রতিনিধি শিব সজল যীশু ঢালী
দৈনিক প্রভাত-এর প্রতিনিধি মো. রমিজ উদ্দিন শেখ
দৈনিক সংবাদ প্রতিদিন-এর প্রতিনিধি এস এম সাইফুল ইসলাম কবির
দৈনিক খুলনাঞ্চল ও দ্য কান্ট্রি টুডে-এর প্রতিনিধি মো. নাজমুল
দৈনিক প্রবর্তন ও একুশে মিডিয়া-এর প্রতিনিধি মো. রফিকুল
স্বাধীন বাংলা-এর প্রতিনিধি মো. তাজুল ইসলাম
এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভার মূল বক্তব্য:
আলোচনা সভায় বক্তারা বলেন, গণমানুষের আওয়াজ সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সবসময় সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে আসছে। ভবিষ্যতেও এই নীতিতে পরিচালিত হয়ে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। গণমানুষের আওয়াজ যেন আরও দায়িত্বশীল, তথ্যবহুল ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন করে—এমন প্রত্যাশাও জানান তাঁরা।
আলোচনা শেষে সাংবাদিকদের অংশগ্রহণে এক আন্তরিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গণমানুষের আওয়াজ গত নয় বছর ধরে নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছে এবং সাধারণ মানুষের কথা বলার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে আসছে।
No comments:
Post a Comment