সাইদ সাজু, তানোর থেকে:
রাজশাহীর তানোরে ভয়ংকর সুদখোর বিএম আলীর মারধর ও লাঞ্ছনা সইতে না পেরে এক ভুটভুটি চালক বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার দিবাগত রাতে চাঁন্দুড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জুড়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আরিফ হোসেন (২৬)। তিনি চাঁন্দুড়িয়া ইউপির জুড়ানপুর গ্রামের ইয়াদ আলীর পুত্র। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার নিহতের ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে বিএম আলীসহ একই গ্রামের আরও দুইজনকে আসামি করে তানোর থানায় আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই আসামিরা গা-ঢাকা দিয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, চাঁন্দুড়িয়া ইউপির জুড়ানপুর গ্রামের হাজি দারেস আলীর ছেলে ও যুবদল নেতা বিএম আলী দীর্ঘদিন ধরে চড়া সুদে দাদন ব্যবসা করে আসছিলেন। তিনি স্থানীয় খড় ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিকে দ্বিগুণ সুদে টাকা দেন।
ভুটভুটি চালক আরিফ হোসেন বিএম আলীর কাছ থেকে ৮০ হাজার টাকা দাদন নেন, যার বিপরীতে প্রতি সপ্তাহে ৮ হাজার টাকা সুদ দিতে হচ্ছিল। প্রায় দেড় বছর ধরে সুদের টাকা পরিশোধ করলেও মূল ৮০ হাজার টাকা শোধ না হওয়ায় তা বাড়তে বাড়তে ১ লাখ ৬০ হাজার টাকায় পৌঁছায়।
নিহতের পরিবার জানায়, সোমবার বিকেলে সুদের টাকা পরিশোধ না করায় বিএম আলী আরিফকে মারধর করেন এবং তার পরিবারকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এরপর ভুটভুটি কেড়ে নেওয়া হয়। এই লাঞ্ছনা ও অপমান সহ্য করতে না পেরে সোমবার রাতেই ক্ষোভে আরিফ বিষপান করেন।
এ ঘটনায় গ্রামবাসী বিএম আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
No comments:
Post a Comment