একুশে মিডিয়া, ডেস্ক:
চট্টগ্রামের বাঁশখালীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে একটি হাতুড়ি ও দুটি ছুরি উদ্ধার করা হয়।
রোববার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের মোহাম্মদ দীঘির পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোহাম্মদ আজগর (৪৫) ও মোহাম্মদ পাবেল (৩০)। তাদের মধ্যে একজনের বাড়ি বাঁশখালী উপজেলায়, অন্যজনের বাড়ি বোয়ালখালী উপজেলায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভোরে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি হাতুড়ি ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
No comments:
Post a Comment