চুরির পর ফার্মেসির মালিককে চোরের ফোন: "ক্যাশ ড্রয়ারে টাকা এত কম কেন?" - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 1 April 2025

চুরির পর ফার্মেসির মালিককে চোরের ফোন: "ক্যাশ ড্রয়ারে টাকা এত কম কেন?"

রবিউল ইসলাম, ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ফয়লা রোডে মল্লিক ফার্মেসিতে চুরির পর এক অদ্ভুত ঘটনা ঘটেছে। চোর নিজেই ভোরে ফার্মেসির মালিককে ফোন দিয়ে প্রশ্ন করেছে, "প্রতিদিনই তো দুই-তিন লাখ টাকা বেচাকেনা করেন, তাহলে ক্যাশ ড্রয়ারে এত কম টাকা রাখলেন কেন?"

ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা জানান, ঈদের দিন সোমবার ভোরে তিনি হাঁটতে বের হন এবং মোবাইলটি বাড়িতে রেখে যান। ভোর ৫টার দিকে তার মোবাইলে কয়েকবার কল আসে, যা তার স্ত্রী রিসিভ করেননি। পরে বাড়ি ফিরে এলে পুনরায় একই নম্বর থেকে কল আসে এবং তিনি রিসিভ করেন।

অপর প্রান্ত থেকে এক ব্যক্তি বলে, "আপনার দোকানে চুরি করেছি।" প্রথমে তিনি ভেবেছিলেন, কেউ হয়তো মজা করছে। কিন্তু এরপর আবারও কল দিয়ে চোর জানায়, "আমরা আপনার ফার্মেসিতে চুরি করেছি। প্রতিদিন এত টাকা বেচাকেনা করেন, অথচ ক্যাশ ড্রয়ারে মাত্র ৬৬ হাজার টাকা রেখেছেন! তাই কয়েক বস্তা ওষুধ নিয়ে এসেছি। দোকানে গিয়ে দেখেন, সব দেখতে পাবেন।"

এমন কথা শুনেই হরেন্দ্রনাথ সাহা দ্রুত দোকানে গিয়ে দেখেন, ক্যাশ ড্রয়ার ভাঙা এবং বেশ কিছু ওষুধ চুরি হয়ে গেছে। তদন্তে জানা গেছে, চোরেরা ফার্মেসির পেছনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে।

বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, "চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফার্মেসির মালিককে অভিযোগ দিতে বলা হয়েছে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages