কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার হাসমত আলী (৪৮) কে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
২৭ এপ্রিল (রবিবার) বিকাল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন এলাকার এস আলম সুগার মিল এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ।
জানা যায়, আটককৃত ইঞ্জিনিয়ার হাসমত আলী কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৬নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ইছাক মেম্বারের ছেলে এবং দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ওসি মুহাম্মদ শরীফ জানান, ইঞ্জিনিয়ার হাসমত আলী কর্ণফুলী থানার ৩০(১০)২৪ নম্বর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।
ইঞ্জিনিয়ার হাসমত আলী দীর্ঘদিন ধরে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
No comments:
Post a Comment