বাঁশখালীতে ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 11 April 2025

বাঁশখালীতে ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক

একুশে মিডিয়া, প্রতিবেদন:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছে স্বামী ফরিদুল আলম। শুক্রবার (১১ এপ্রিল) ভোররাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশা শেওলা বাপের নতুন বাড়িতে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম মিনু আক্তার (৩৫) তিনি ওই এলাকার অজি আহমদের কন্যা
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ডোংরা কালু ফকির বাড়ির মৃত দুধু মিয়ার পুত্র নইমুদ্দিন ওরফে ফরিদুল আলম (৪২) এর সঙ্গে মিনুর বিয়ে হয় প্রায় ১৫ বছর আগে। তাদের সংসারে দুই মেয়ে এক ছেলে রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদুল মোবাইল ব্যবসার কাজে প্রায় সময় চট্টগ্রাম শহরে অবস্থান করতেন এবং মাঝে মাঝে বাড়িতে ফিরতেন। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

শুক্রবার ভোরে ফরিদুল চট্টগ্রাম থেকে হঠাৎ বাড়িতে ফিরে ঘুমন্ত মিনুকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতটি তার বাম চোখের পাশে করা হয়। মিনুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী পলাতক রয়েছে, তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages