মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উদ্যোগে এবং জাহানারা-মোনাফ ফাউন্ডেশন ও জেএমজি ফার্নিচারের পৃষ্ঠপোষকতায় সম্প্রতি অনুষ্ঠিত হলো একদিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির। শিবিরে এক হাজারেরও বেশি রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়। এছাড়া ছানি অপারেশনের জন্য প্রায় ২৫০ জন রোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়।
শিবিরটি সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে পরিচালিত হয়।
উত্তর-পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাহাদাৎ হোসেন, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আজম খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, ট্রাস্টি সেক্রেটারি আব্দুন নবী খান, চক্ষু ক্যাম্পের আহ্বায়ক আরশাদ উল্লাহ এবং সদস্য সচিব আ.ন.ম হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা আকরাম হোসেন, আমিনুল ইসলাম, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, সহ-সভাপতি ইসমাইল চৌধুরী হানিফ, যুগ্ম সম্পাদক মো. ইদ্রিস, আবু সাঈদ মুন্না, হামিদুর রহমান পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক নেজামুল হক, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, কার্যকরী পরিষদের সদস্য তাহের উদ্দিন, সাইফুদ্দিন, ডা. খাজা হোসেন কাউসার, জহুরুল হক শহিদ এবং ট্রাস্টি সদস্য হারুন উর রশিদ।
চক্ষুশিবির পরিদর্শন করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির কুতুবউদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব তৌহিদুল ইসলাম সাইদ, সদস্য রাকিবুল হক হেলালী, স্টুডেন্ট এলায়েন্স ফর ডেমোক্রেসির আহ্বায়ক জমির উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির সৈয়দ মোহাম্মদ ইমরান, সিফাত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাছাইকৃত ছানি রোগীদের আগামী ১৪ এপ্রিল ২০২৫, চট্টগ্রাম শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে বিনামূল্যে অপারেশন করা হবে বলে আয়োজকরা জানান।
No comments:
Post a Comment