এইচ এম শহীদ, পেকুয়া :
পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উজানটিয়া সম্মিলিত ফুটবল একাদশ মুখোমুখি হয় ডুলহাজারা ক্রীড়া সংসদের। নির্ধারিত সময় গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানে ৮-৭ গোলের ব্যবধানে ডুলহাজারাকে হারিয়ে শিরোপা ঘরে তোলে এমজারুল নেতৃত্বাধীন উজানটিয়া একাদশ।
দশ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত খেলাটি ছিল উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর। উভয় দলই প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণের মাধ্যমে খেলা জমিয়ে তোলে, তবে গোল উদযাপনের সুযোগ পায়নি দর্শকরা। প্রথমার্ধের শেষ মিনিটে উজানটিয়ার বিদেশি ফরোয়ার্ড সামসির একটি শক্তিশালী শট প্রতিহত করেন ডুলহাজারার গোলকিপার সাইফুল। ফিরতি বলে আবদুল্লাহর শটও ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধজুড়ে উজানটিয়া একাদশের আধিপত্য থাকলেও গোলের দেখা পায়নি তারা। ১৭তম মিনিটে একটি সহজ সুযোগ নষ্ট করেন উজানটিয়ার ফরোয়ার্ডরা। ২৮তম মিনিটে আরিফের একটি নিখুঁত পাস থেকে বিদেশি খেলোয়াড় সিন বল পেয়ে ডি-বক্সের ভেতরে দাঁড়িয়েও গোল করতে ব্যর্থ হন।
নির্ধারিত সময় শেষে গোল না হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়। প্রথমে উভয় দলই পাঁচটি করে শট থেকে গোল করতে সমর্থ হয়। এরপর অতিরিক্ত তিনটি শটের সময় ডুলহাজারার ৮ নম্বর শটটি আটকে দেন উজানটিয়ার গোলরক্ষক, যা দলটির জয় নিশ্চিত করে। উজানটিয়া সম্মিলিত একাদশ ৮-৭ গোলের ব্যবধানে টপ ফেবারিট ডুলহাজারাকে হারিয়ে ট্রফি ঘরে তোলে এবং বিজয়ের আনন্দে ভাসে মাঠজুড়ে থাকা হাজারো দর্শক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হোসেন চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন: চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, পেকুয়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা, চকরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, মাতামুহুরি বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. ইকবাল হোছাইন, শোয়াইবুল ইসলাম সবুজ, পেকুয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি ওসমান গনি, আলাউদ্দিন চৌধুরী, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির খোকন, শাহাদত ইকবাল প্রমুখ।
No comments:
Post a Comment