পেকুয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: উজানটিয়া ২-০ গোলে জয়ী হয়ে ফাইনালে - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 3 April 2025

পেকুয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: উজানটিয়া ২-০ গোলে জয়ী হয়ে ফাইনালে

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে উজানটিয়া সম্মিলিত ফুটবল একাদশ - গোলে বারবাকিয়া ওসমান একাদশকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে।

উত্তেজনাপূর্ণ ম্যাচের খতিয়ান:

এপ্রিল বিকেল ৪টা ৪০ মিনিটে শুরু হওয়া ম্যাচে দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে উত্তেজনাপূর্ণ খেলা উপহার দেয়। খেলার শুরুতেই বারবাকিয়া ওসমান একাদশের ফরোয়ার্ড আবদুল্লাহর একটি শট গোলরক্ষক সুমন অসাধারণ দক্ষতায় আটকে দিলে দলটি গোলবঞ্চিত হয়।

এরপর পাল্টা আক্রমণে উজানটিয়া একাদশের সাগর ১৫ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের শটে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে নেন (-) ২৬ মিনিটে উজানটিয়ার ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড আবদুল্লাহর শট পোস্টে লেগে গোলবঞ্চিত হয়।

প্রথমার্ধে উজানটিয়া একাদশ - ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৮ মিনিটে) উজানটিয়ার সাগর তার দ্বিতীয় গোলটি করেন, ফলে - ব্যবধান তৈরি হয়। এরপরও দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গেলেও বারবাকিয়া ওসমান একাদশ ছন্দ হারিয়ে ফেলে। উজানটিয়ার একের পর এক আক্রমণ বারবাকিয়ার খেলোয়াড়দের রক্ষণাত্মক খেলতে বাধ্য করে।

পুরো ম্যাচে ২টি গোল করে উজানটিয়া একাদশের সাগর 'ম্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত হন।

প্রধান অতিথির বক্তব্য অতিথিদের উপস্থিতি:

খেলা পরিচালনা কমিটির সভাপতি পেকুয়া প্রেসক্লাবের সভাপতি মো. ছাফওয়ানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ম্যাচে প্রধান অতিথি ছিলেন . মো. সানাউল্লাহ।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-

মগনামা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফয়সাল চৌধুরী,

সদস্য সচিব এস.এম. জাকির হোছাইন,

পেকুয়া কোওপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি তারেক সিদ্দিকী সেক্রেটারি জসিম উদ্দিন,

মগনামা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাফফর আহমদ বাদশা আবু তাহের হেলালী,

ইউনিয়ন যুবদলের সভাপতি খালেদ মোশাররফ,

ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আজমগীর,

উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মইন উদ্দিন,

প্রবাসী ঐক্য পরিষদের সাবেক আহ্বায়ক জাহেদুল ইসলাম

আগামী ফাইনাল ম্যাচে উত্তেজনার পারদ আরও চড়বে বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages