সংবাদদাতা: রবিউল ইসলাম, ঝিনাইদহ:
ঝিনাইদহে বিশেষ বিদ্যালয়সমূহের সরকারিভাবে স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে “করনীয়” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের তামান্না পার্ক মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ।
সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি মহিউদ্দিন বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস রাজ। প্রধান বক্তা ছিলেন মুখ্য সমন্বয়ক গাউছুল আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিমা খাতুন এবং সাংগঠনিক সম্পাদক আকুল শেখ।
বক্তব্যে উঠে আসে গুরুত্বপূর্ণ দাবিসমূহ:
বক্তারা বলেন, “দেশের হাজারো প্রতিবন্ধী শিশু-কিশোরকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে হলে বিশেষ বিদ্যালয়গুলোর সরকারিভাবে স্বীকৃতি ও দ্রুত এমপিওভুক্তি নিশ্চিত করা জরুরি।”
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকরা সম্মানজনক ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। অবকাঠামোগত সংকট, প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব এবং সরকারি সহায়তার অপ্রতুলতা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।
দাবি আদায়ে হুঁশিয়ারি:
বক্তারা জানান, আগামী ২০ এপ্রিলের মধ্যে দাবি মানা না হলে তারা দেশব্যাপী কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
সভায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এই মতবিনিময় সভার মাধ্যমে বিশেষ বিদ্যালয়গুলোর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও সুসংগঠিত হলো বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
No comments:
Post a Comment