রোগীর নাম: নাজিম উদ্দীন
বয়স: ৪২ বছর
স্থায়ী ঠিকানা: পশ্চিম সাধনপুর, বাঁশখালী, চট্টগ্রাম।
নাজিম উদ্দীন দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। বড় মেয়ে বর্তমানে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত, ছেলে হেফজখানায় পড়াশোনা করছে এবং ছোট মেয়ে এখনও মায়ের কোলে রয়েছে। তিনি অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য এবং দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছেন।
রোগ: ক্যানসার (ধরণ: থোরাসিক ক্যানসার - মুখমণ্ডলে)
অনেক দিন অসুস্থ থাকার পর তার শরীরে ক্যানসার ধরা পড়ে।
বর্তমান অবস্থা: জরুরি অপারেশন প্রয়োজন।
চিকিৎসার স্থান: সার্জিস্কোপ হাসপাতাল, চকবাজার, চট্টগ্রাম।
সম্ভাব্য অপারেশন তারিখ: ০১/০৫/২০২৫
চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন ও পরবর্তী চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, যা রোগী ও তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।
সাহায্য পাঠানোর জন্য বিকাশ/নগদ নম্বরসমূহ:
মোশাররফ: ০১৮২১৫৪১৩১৭ (বিকাশ, পার্সোনাল)
জাহেদ: ০১৮২০১৫৬৪৮৪ (বিকাশ, পার্সোনাল)
রোমান: ০১৭১৬৭৯৭৭৮৪ (বিকাশ/নগদ, পার্সোনাল)
যোগাযোগ:
রোমান উদ্দীন - ০১৭১৬৭৯৭৭৮৪
আপনার সামান্য সাহায্য একটি অসহায় পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে। আমরা আপনার সহযোগিতা ও সহানুভূতির জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।
No comments:
Post a Comment