কালীগঞ্জে বেদে পল্লীতে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন, আটক ১ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 3 April 2025

কালীগঞ্জে বেদে পল্লীতে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন, আটক ১

রবিউল ইসলাম, ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের বেদে পল্লীতে পূর্ব শত্রুতার জেরে লোহার রড দিয়ে আঘাত করে আবু তালেব (২৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত রুবেল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বুধবার ( এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে কাশীপুর গ্রামের আবু তালেবের বাড়িতে গিয়ে খোঁজ করতে থাকে একই গ্রামের রুবেল হোসেন। আবু তালেব ঘর থেকে বের হলে রুবেল লোহার রড দিয়ে তার বুকে আঘাত করে। সময় আবু তালেবের শ্বশুর ছবেদ আলী বাধা দিতে গেলে তাকেও আঘাত করা হয়।


পরে প্রতিবেশীরা দ্রুত আবু তালেব তার শ্বশুরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে এবং সে বর্তমানে থানার হেফাজতে রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages