একুশে মিডিয়া, প্রতিনিধি, মোহাম্মদ ফরিদ: বাঁশখালীতে ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড সলিউশন অব প্রজন্মের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় "ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড সলিউশন অব প্রজন্ম" সংগঠনের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় বাঁশখালী উপজেলার গুনাগরীস্থ মাইশা স্কয়ারে এ আয়োজন সম্পন্ন হয়।
সাহাবদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন "ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড সলিউশন অব প্রজন্ম" সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।
এছাড়া, বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে মিডিয়া’র সম্পাদক সাংবাদিক ছৈয়দুল আলম এবং দৈনিক আজাদী (মাল্টিমিডিয়া) প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ এরশাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলাম, জসিম উদ্দিন, আব্দুল মন্নান, দেলোয়ার হোসেন, এহেছান, দিলিপ সরকার, সন্তোষ বাবু ও মোহাম্মদ নাছির।
এ সময় "ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড সলিউশন অব প্রজন্ম" সংগঠনের সহ-সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিব, অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ক্রীড়া সম্পাদক মুন্না, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক আরমানসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বাঁশখালীতে ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড সলিউশন অব প্রজন্মের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ
উল্লেখ্য, এই অভিষেক ও সংবর্ধনার মধ্য দিয়ে সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা তুলে ধরেন।
No comments:
Post a Comment