বাঁশখালীতে এস আলমের ৫৬৩ একর জমি জব্দের আদেশ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 27 April 2025

বাঁশখালীতে এস আলমের ৫৬৩ একর জমি জব্দের আদেশ

একুশে মিডিয়া, ডেস্ক:

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে চট্টগ্রামের বাঁশখালীতে থাকা ৫৬৩.৫৭ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদন অনুযায়ী, এসব জমির দলিলমূল্য এক হাজার এক কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকা।

আজ, রোববার, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত মোহাম্মদ সাইফুল আলম তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নাম-বেনামে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে, নিজ নামে পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।
এছাড়া, তিনি তার পরিবারের সদস্যরা তাদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। এজন্য এসব সম্পদ ক্রোক করার আদেশ দেওয়া হয়েছে।

এর আগে, ২৩ এপ্রিল, শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৫৯.১৫ একর জমি ক্রোকের আদেশ দেন ঢাকার আদালত। এসব জমি ঢাকা চট্টগ্রামে অবস্থিত, এবং এর বর্তমান বাজার মূল্য ৪০৭ কোটি টাকা বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন।

তারও আগে, ১৭ এপ্রিল, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা এক হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এসব হিসাবের মোট অর্থের পরিমাণ দুই হাজার ৬১৯ কোটি সাত লাখ ১৬ হাজার টাকা।

এছাড়া, ১৬ জানুয়ারি, এস আলম তার পরিবারের সদস্যদের হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশও একই আদালত দেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages