বাঁশখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 28 April 2025

বাঁশখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

একুশে মিডিয়া, প্রতিবেদন:

দ্বন্দ্বে আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

উপলক্ষে রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বাঁশখালী আদালত প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ্যালি আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী আদালতের যুগ্ম জেলা দায়রা জজ চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সুশান্ত প্রসাদ চাকমা।

্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে আদালত চত্বরে এসে শেষ হয়। ্যালিতে বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হামিদ।

সভায় আরও বক্তব্য রাখেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার,
সিনিয়র আইনজীবী এড. মুজিবুল হক চৌধুরী, এড. নুরুল আবছার, এড. আতাউল্লাহ, এড. আব্দুল খালেক, বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি এড. মনিরুল ইসলাম চৌধুরী বাবুল, এপিপি জুবেদ মাহমুদ চৌধুরী, বাঁশখালী প্রেস ক্লাবের আহ্বায়ক অনুপম কুমার অভি, আইনজীবি সমিতির  সাবেক সাধারণ সম্পাদক এড. আবু নাছের, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অসিমা দেবী, এড. তকসিমুল গণি ইমন, সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহের, আবু বক্কর বাবুল (দৈনিক যুগান্তর), শিব্বির আহমদ রানা (ভোরের দর্পণ), রিয়াদুল ইসলাম (যায়যায়দিন), এবং তাফহিমুল ইসলাম (ভোরের ডাক) প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে সুশান্ত প্রসাদ চাকমা বলেন,
"
অর্থের অভাবে যেন কোনো মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়- লক্ষ্যেই বর্তমান সরকার বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম চালু করেছে, যা আজ সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।"

তিনি আরও বলেন, "ন্যায়ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দরিদ্র, অসহায় সুবিধাবঞ্চিত জনগণের দোরগোড়ায় আইনী সেবা পৌঁছে দিতে হবে। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আইনজীবীরা যদি এগিয়ে আসেন, তাহলে দিবসের প্রকৃত সার্থকতা অর্জিত হবে।"

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages