রাষ্ট্র সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি: রাশেদ খান - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 5 April 2025

রাষ্ট্র সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি: রাশেদ খান

রবিউল ইসলাম, ঝিনাইদহ:

বর্তমান উপদেষ্টা পরিষদ নিয়ে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, “রাষ্ট্র সংস্কারের পূর্বে উপদেষ্টা পরিষদের ভেতরে থাকা অনুপ্রবেশকারী বিতর্কিত ব্যক্তিদের অপসারণ এবং এই পরিষদের পুনর্গঠন এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

শনিবার ( এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, “বর্তমান উপদেষ্টা পরিষদের অনেকেই অতীতে ক্ষমতাসীন দলের হয়ে কাজ করেছেন। এমনকি কারো কারো বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ রয়েছে। তাদের মদদেই এখনো প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পূর্ববর্তী সরকারের ঘনিষ্ঠদের দৌরাত্ম্য চলছে। আদালত থেকেও উপদেষ্টাদের প্রভাবেই কোনো কোনো বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব জামিন পাচ্ছেন বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, “হঠাৎ করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে, অথচ গত ১৭ বছরে তারা কখনো এসব বলেননি। এখন বিদেশি প্রভাব কাজে লাগিয়ে একটি একপাক্ষিক নির্বাচনের পথ তৈরি করার চেষ্টা চলছে। তবে গণঅধিকার পরিষদ এবং জুলাই বিপ্লবে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো এমন কোনো প্রক্রিয়ার অংশ হবে না।

তিনি বলেন, “আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেই নির্বাচন যেন কোনো দলীয় হঠকারিতা বা কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি না হয়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।

সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, কেন্দ্রীয় নেতা মাহমুদুল হাসান মিল্টন, পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক রাসেল আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান, গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব সাইদুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি রকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিশন আলী প্রমুখ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages