পেকুয়া উপজেলা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বর্ণাঢ্য আয়োজনে উদ্দীপনায় মুখরিত ছিল চৌমুহনী - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 28 April 2025

পেকুয়া উপজেলা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বর্ণাঢ্য আয়োজনে উদ্দীপনায় মুখরিত ছিল চৌমুহনী

এইচ এম শহীদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে উপজেলা প্রশাসন, পেকুয়া প্রেসক্লাব এবং পেকুয়া স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে।
বর্ণাঢ্য র‌্যালি, দোয়া মাহফিল, কেক কাটা এবং নানান বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পেকুয়া উপজেলাবাসী আনন্দঘন পরিবেশে ২৩তম বর্ষপূর্তি উদযাপন করে।

উপজেলার প্রাণকেন্দ্র চৌমুহনী এলাকাজুড়ে দিনব্যাপী ছিল রাজনৈতিক নেতা, পেশাজীবী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত দৃশ্য।

রবিবার (২৭ এপ্রিল) পেকুয়া উপজেলা হলরুমে আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানে পাক্ষিক "পেকুয়া" সম্পাদক ছফওয়ানুল করিমের সঞ্চালনায় কেক কেটে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল মোস্তফা।

আনন্দ শোভাযাত্রা উপজেলা গেট থেকে শুরু হয়ে চৌমুহনী গোলচত্বর হয়ে প্রদক্ষিণ করে। সময় পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় এবং উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবি হাতে নিয়ে অংশগ্রহণকারীরা শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সন্ধ্যায় পেকুয়া উপজেলা হলরুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages