চট্টগ্রামে বাসে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ: চালক ও হেলপার গ্রেপ্তার, সুপারভাইজার পলাতক - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 16 April 2025

চট্টগ্রামে বাসে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ: চালক ও হেলপার গ্রেপ্তার, সুপারভাইজার পলাতক

একুশে মিডিয়া, ডেস্ক:

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট বাস টার্মিনালে ১৪ বছর বয়সী এক কিশোরীকে বাসের ভেতরে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বাসচালক তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায়। ওই কিশোরী কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার পর বহদ্দারহাট বাস টার্মিনালে পৌঁছায় সন্ধ্যা সাড়ে ছয়টায়। সময় তাকে একটি বাসের ভেতরে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, বাসচালক মো. লোকমান, তার সহকারী মো. হানিফ এবং বাসের সুপারভাইজার মোবারক হোসেন মিলে কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর বুধবার (১৬ এপ্রিল) নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাসচালক লোকমান হেলপার হানিফকে গ্রেপ্তার করা হয়। পলাতক সুপারভাইজার মোবারক হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি আফতাব উদ্দিন।

ভিকটিম কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।

ঘটনায় ভুক্তভোগী নিজেই চান্দগাঁও থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে আদালতে পাঠানো হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages