রবিউল ইসলাম, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের জনতা মোড়ে অবস্থিত ‘বোস জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানটির পেছনের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
দোকান মালিক অলোক বোস জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে দোকান খুলে দেখেন, ভেতরে সবকিছু এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। লোহার সিন্দুক, আলমারি ও ক্যাশ ড্রয়ার খোলা অবস্থায় ছিল। দোকানের পেছনে গিয়ে তিনি দেখতে পান, দেয়াল কেটে ভেতরে প্রবেশের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, রাত দেড়টার দিকে চোরেরা করোনার পিপিই পরিহিত অবস্থায় এবং মুখে মুখোশ লাগিয়ে দোকানে প্রবেশ করে প্রথমেই সিসি ক্যামেরা বিচ্ছিন্ন করে দেয়। এরপর সিন্দুক ভেঙে ৮ ভরি স্বর্ণালঙ্কার এবং ক্যাশ ড্রয়ার থেকে দেড় লাখ টাকা নিয়ে যায়।
চুরি হওয়া দোকানের পাশ থেকে চোরদের ব্যবহৃত একটি বড় কাটার কাঁচি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, একের পর এক চুরির ঘটনায় তারা উদ্বিগ্ন। গত ঈদ-উল-ফিতরের রাতে শহরের মেইন বাজারের ‘মল্লিক ফার্মেসি’তে চুরি হয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেখানেও চোরেরা মালিককে ফোন করে জানিয়েছিল, “ক্যাশে টাকা কম রেখেছিস, তাই বস্তা ভরে ঔষধ নিয়ে গেছি।” এমন স্পর্ধিত চুরির ঘটনায় চোরের মোবাইল নম্বর থানায় জানানো হলেও আজ পর্যন্ত কোন অগ্রগতি হয়নি।
এ বিষয়ে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, একের পর এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হলেও পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। ফলে ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা কাজ করছে।
ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “খবর পেয়েই আমি ঘটনাস্থলে গিয়েছি। চোরদের ব্যবহৃত একটি কাঁচি উদ্ধার করা হয়েছে। চোর শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলবে। ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
No comments:
Post a Comment