বাঁশখালীতে শতবর্ষী খাল দখল ও ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 20 April 2025

বাঁশখালীতে শতবর্ষী খাল দখল ও ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন

একুশে মিডিয়া, প্রতিবেদন:

চাম্বল খালের পুনঃখনন অতিরিক্ত হাসিল আদায়ের বিরুদ্ধেও এলাকাবাসীর দাবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজারের ওপর দিয়ে প্রবাহিত শতবর্ষী জলকদর সংযোগ খালটি পুনঃখননের দাবি এবং খালে অবৈধভাবে ময়লা আবর্জনা ফেলে ভরাট, খাল দখল মাছ ব্যবসায়ীদের কাছ থেকে সরকার নির্ধারিত করের চেয়ে অতিরিক্ত হাসিল আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন এলাকাবাসী।

রোববার (২০ এপ্রিল) বিকেলে চাম্বল বাজারের প্রধান সড়কের ব্রিজের ওপর অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক স্থানীয় জনসাধারণ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, খালটি একসময় এলাকার কৃষি পানিসম্পদের প্রধান ভরসা ছিল। কিন্তু বর্তমানে খালের ওপর অবৈধ দখল, বাজারের ময়লা আবর্জনা ফেলে খালটি ভরাট করে দেওয়া হয়েছে। এর ফলে খালের স্বাভাবিক পানি চলাচল বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো কৃষক।

তারা আরও বলেন, খালটি যথাযথভাবে পুনঃখনন করতে হবে, ময়লা ফেলা বন্ধ করতে হবে এবং খাল দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে। একইসাথে বাজারে সরকারি নির্ধারিত হাসিল আদায় নিশ্চিত করতে হবে। অতিরিক্ত হাসিল আদায় বন্ধ করে মাছ ব্যবসায়ীদের বাজারে আসার সুযোগ সৃষ্টি করতে হবে।

মানববন্ধনে আরও দাবি জানানো হয়, চাম্বল বাজারে জনস্বার্থে শৌচাগার নির্মাণ করা হোক এবং পূর্বের ন্যায় খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনা হোক।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, তারা বারবার বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি, ফলে বাধ্য হয়ে আজ তারা রাস্তায় নেমেছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেনআহমদ নুর আমিরী, মো. নেজাম উদ্দিন, মো. মোকতার, মো. সাইফুল, আব্দুর রহিম, মো. সেলিম, বজল আহমদ, সাহাব উদ্দিন, রফিক আহমদ, নুরুল আমিন, মাহমুদুল হক, আব্দুল মোনাফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকাবাসী।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages